বেগমগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জে বজ্রপাতে ফাহিমা আক্তার (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফাহিমা একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল মতিনের মেয়ে ও একলাশপুর দালানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

একলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান জানান, বৃষ্টির মধ্যে বসত-বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই ফাহিমার মৃত্যু হয়।