বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এস এম জাহাঙ্গীর হোসেনের আবেগঘন পোস্ট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “দেশনেত্রীর স্নেহ ও শাসনে কেটেছে আমার এবং আমার মতো অসংখ্য নেতাকর্মীর জীবন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। আমার সমগ্র রাজনৈতিক জীবনে তাঁর পাশে থাকার চেষ্টা করেছি।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দলে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। কাছ থেকে আমি দেখেছি—একজন মায়ের মমত্ববোধ ও আপোষহীন নেতৃত্বের এক অনন্য সমন্বয়।

https://www.facebook.com/SMJahangirhossain

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণে এ জাতিকে দীর্ঘকাল অপেক্ষা করতে হবে।”

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, “মহান আল্লাহ তায়ালা এই মহীয়সী নারীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।”

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।