বেগম খালেদা জিয়ার ইন্তেকালে উত্তরা প্রেসক্লাবের গভীর শোক

উত্তরা প্রতিনিধি :তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া–এর ইন্তেকালে উত্তরা প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এক শোকবার্তায় উত্তরা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক সাহসী, আপসহীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, জনগণের অধিকার এবং সাংবিধানিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় আরও বলা হয়, রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা, দৃঢ়তা ও নেতৃত্বগুণ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দেশের স্বার্থে আপসহীন অবস্থান নিয়েছেন এবং গণমানুষের অধিকার আদায়ে দৃঢ় নেতৃত্ব প্রদান করেছেন। তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন সংগ্রামী গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে উত্তরা প্রেসক্লাব পরিবার গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শোকবার্তায় আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।।