বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভারতের শোকবার্তা, তারেক রহমানের হাতে হস্তান্তর

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫: ‘গণতন্ত্রের মা’ ও ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।

আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে শোকবার্তাটি হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।