বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।
রবিবার (২৩ নভেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক ও উত্তরা জোন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হেলাল তালুকদার। সোমবার (২৪ নভেম্বর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ দোয়া প্রার্থনা করেন।
হেলাল তালুকদার বলেন, “বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।”
তিনি আরও বলেন, “বিগত সরকার আমাদের নেত্রীকে যথাযথ চিকিৎসা নিতে দেয়নি। দীর্ঘ সময় তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছিল।”
নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “আজ আমাদের নেত্রী গুরুতর অসুস্থ। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন আমাদের নেত্রীকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন। দেশবাসীর কাছে আমি আমাদের প্রাণের নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”


