সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিবিপিবিডি মিডিয়া লি: এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পরিবার।
দেশের এই প্রতিষ্ঠান ২টি শোকসন্তপ্ত জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এক শোকবার্তায় জানিয়েছে, সিবিপিবিডি মিডিয়া লি: এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পরিবার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বিএনপি চেয়ারপারসন, দেশের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন এক দৃঢ়চেতা নেত্রী, বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) আনুমানিক ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এতে আরও বলা হয়, গৃহবধূ থেকে রাজনীতিতে পদচারণ করে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের গণতন্ত্রের মা। দেশের প্রয়োজনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান অপরিসীম। আর শেষ জীবনে হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। বাংলাদেশের রাজনীতির এক অনন্য অভিভাবক, রাজনীতির এই অভিভাবক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিবিপিবিডি মিডিয়া লি: এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পরিবার গভীর শোকাহত।
সিবিপিবিডি মিডিয়া লি: এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পরিবারএই মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।


