বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়ার ফুলের প্রতি ছিল গভীর অনুরাগ। তিনি সেই অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত ও রাজনৈতিক চর্চায়।
তিনি বলেন, শৈশব থেকেই খালেদা জিয়া পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন। তার রাজনীতিও ছিল নিজের মতো সৌন্দর্যমণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণে হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনীতির বক্তব্যও থাকতো সুশোভিত।
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম সবার উদ্দেশে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসাসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়ার মৃত্যুর সংবাদ দ্রুত দেশ বিদেশের মানুষের কাছে ছড়িয়ে যায়। দেশের মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে। অন্যদিকে বিদেশ থেকে আসতে থাকে শোক বার্তা।
দেশনেত্রী খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথচলা। তিনি দলের ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন।
তিনি বলেন, তার ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ৪১ বছরই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ নয় বছর স্বৈরাচারি এরশাদের বিরুদ্ধে লড়াই করে ১৯৯১ সালের অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেন। জাতির কাছে তিনি পান আপোসহীন দেশনেত্রীর মর্যাদা। তিনি দেশ বিদেশের কোনো অপশক্তির কাছে কখনো মাথানত করেননি। তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। নির্বাচনের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে কখনো পরাজিত হন নি।
নজরুল ইসলাম খান বলেন, ‘‘তিনি (খালেদা জিয়া) বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।’’
‘খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে।’-যোগ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং বিদেশি অতিথিরা।
এর আগে খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে তার মরদেহ আনা হয়।
বেলা পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সংসদ ভবন এলাকায় পৌঁছায়। খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।


