বেঙ্গালুরুতে যৌন হয়রানির ভিডিও ফুটেজ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে নববর্ষের রাতে যৌন হয়রানির ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। প্রকাশিত এই ফুটেজের কারণে বিব্রত রাজ্য সরকার শেষ পর্যন্ত ঘটনার তদন্ত শুরু করেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বর্ষবরণের রাতে পূর্ব বেঙ্গালুরুর কাম্মানাহাল্লির রাস্তায় অটোরিক্সা থেকে নেমে আসেন এক তরুণী। বড় রাস্তা ছেড়ে একটি নির্জন গলি দিয়ে একাই হেঁটে আসছিলেন তিনি। হঠাৎ একটি স্কুটার তার সামনে এসে দাঁড়ায়। স্কুটার একপাশে রেখে সেখান থেকে নেমে আসে একজন। তারপর হঠাৎই ওই তরুণীকে জাপটে ধরে সে। চড়-থাপ্পড় মেরে বাধা দেওয়া সত্ত্বেও ওই তরুণীকে গলির কোণে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে চলে যৌননিগ্রহ। পরে তাতে যোগ দেয় স্কুটারের অন্য আরোহী। আতঙ্কিত ওই নারীর চিৎকার সত্ত্বেও তার সাহায্যে এগিয়ে আসেনি কোনো পথচারী।

মঙ্গলবার পুলিশের কাছে এই ভিডিও ফুটেজটি জমা দিয়েছেন ওই গলির এক বাড়ির মালিক।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হেমন্ত নিম্বালকর বলেছেন, ‘যিনি হেনস্থার শিকার হয়েছেন তিনি কোনো অভিযোগ দায়ের করেননি। তবে আমরা তার খোঁজ করছি এবং প্রমাণ নথিবদ্ধ করেছি।’

গত ১ জানুয়ারি সংবাদমাধ্যমে শিরোনামে চলে আসে বেঙ্গালুরুর যৌন হেনস্থাকাণ্ড। ৩১ ডিসেম্বর বর্ষশেষের জমায়েতে একাধিক মহিলার উপর যথেচ্ছ যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পুলিশকর্মীদের সামনেই হেনস্থা করা হয়েছিল অনেককে । পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলেও অভিযোগ ওঠে।প্রাথমিকভাবে রাজ্য সরকার গোটা বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করে । শুধু তা-ই নয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ‘বড়দিন ও বর্ষবরণের রাতে এমন হয়েই থাকে।’ তরুণ-তরুণীরা পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়েই এমন পরিস্থিতির মধ্যে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।

অবশেষে সোমবার সক্রিয় হয় কর্নাটক সরকার। চাপের মুখে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার প্রবীণ সুদ স্বীকার করেছেন বর্ষশেষের রাতে একাধিক যৌন হেনস্থার ঘটনার প্রমাণ মিলেছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই শহরের ৪৫টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্তে ডেপুটি কমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্তার নেতৃত্বে একটি কমিশনও গঠন করা হয়েছে।

ভিডিও :