বেড়ায় যমুনা নদির ভাঙন তান্ডব থামছেই না নতুন নতুন এলাকা নদি গর্ভে বিলীন হচ্ছে

মো: আব্দুল হান্নান, বেড়া (পাবনা ) প্রতিনিধি ঃ একটানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হু হু করে পানি বৃদ্ধির ফলে যমুনা ভয়ংকর রূপ ধারণ করায় গত ২৪ ঘন্টায় বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয় ইউনিয়নের চরনাকদা, চরসাফুল্লা, আগবাকসোয়, চরসাঁড়াশিয়া, চরনাকালিয়া, পূর্বশ্রীকন্ঠদিয়া সহ বিভিন্ন এলাকায় যমুনার ভাঙন তান্ডবে ফসলী জমি সহ বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সরেজমিনে ভাঙ্গন এলাকার পূর্বশ্রীকন্ঠদিয়া গিয়ে ক্ষতিগ্রস্থ মানুষ জনের সঙ্গে কথা বললে তাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ফসলি জমি হারানোর বর্নণা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকার বৃদ্ধ রহমান আলী লাঠির ওপর ভরকরে কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে দেখিয়ে বলে নদীতে ভেঙে পড়া ওই বিল্ডিং বাড়িটি ছিল আমার।

আমার নাতি বিদেশে থাকে তারই পাঠানো টাকা দিয়ে বড় সক করে বাড়িতে বিল্ডিং করেছিলাম। কিন্ত রাক্ষুসি যমুনা আমার নাতির দেয়া টাকার সকের বাড়িটি কেড়ে নিল। কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় পাশে থাকা অনেকের মধ্যে থেকে আনোয়ার প্রামাণিক এ প্রতিনিধিকে বলেন, গত তিন সপ্তাহ আগেও ওই বিল্ডিং বাড়ি থেকে নদী প্রায় ৩০০ ফুট দূরে ছিল। ক’দিনের ভাঙ্গনে এলাকার শতাধিক ফসলি জমি এবং ৩০/৩৫টি বসতবাড়ি যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে এবং এখনো ভাঙ্গন অব্যাহত আছে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ভাঙন অব্যাহত থাকলে পূর্বশ্রীকন্ঠদিয়া গ্রামের সিংহ ভাগ এলাকা হয়তো হারিয়ে যাবে।

এ ব্যাপারে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদের সঙ্গে যোগা যোগ করা হলে তিনি জানান, নদী ভাঙনের যে ভয়াবহতা তাতে কোন ক্রমেই ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এভাবে নদী ভাঙন অব্যাহত থাকলে এই বর্ষাা মৌসুমেই হয়তোবা পূর্বশ্রীকন্ঠদিয়া গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যাবে। এদিকে ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে যারা পথে বসেছে তাদের মধ্যে লতিফ, দেলোয়ার ,সোলেমান, আনোয়ার, মজনু মোল্লা, আলিম, রোকন, জোচন আলী, ওসমান সেক , আলিম, ভাদু মোল্লা সহ অনেকের সঙ্গে কথা হলে তিনারা জানান, যমুনা নদীর এমন ভয়ংকর রূপ আমরা আগে কখনো দেখিনি। অনেকেই তাদের দুঃখ দুদর্শার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দেলোয়ার তার তিনটি ছেলে মেয়ে দেখিয়ে বলেন, যমুনা আমদের সবকিছু কেড়ে নিয়েছে এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কি খেয়ে বাঁচবো।ভাদু মোল্লা বলেন, দ্রুত নদী ভাঙনের কারণে আমরা কেউই বসত ঘরটি পর্যন্ত সরিয়ে নিতে পারিনি।বর্তমানে নদীর যে তান্ডব চলছে তাতে পুরোগ্রাম আর থাকবেনা। ভাঙনে সর্বস্ব হারিয়ে ইতিমধ্যে অনেকেই যমুনা নদী পাড়ি দিয়ে অন্যত্র চলে গেছে।