
বেড়া (পাবনা) প্রতিনিধি : সেফটি ট্যাঙ্কিতে কাজ করতে নেমে গ্যাস বিষক্রিয়ায় রাজিবুল হোসেন (২২), পিতা-মো: কালাম ও মো: মোস্তাকিন হোসেন (২৪), পিতা-আব্দুল গফুর, উভয়ই বেড়া পৌরসভাধীন হাতীগাড়া মহল্লার বাসিন্দা।
জানা গেছে, গতকাল ১৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার দিকে বেড়া পৌর এলাকার ৯নং ওয়ার্ডের দক্ষিণপাড়া নিবাসী মরহুম তাহেদ উদ্দিন এসও’র বাড়ীতে সেফটি ট্যাঙ্কি মেরামত করতে ট্যাঙ্কের ভিতরে উল্লেখিত ২জন নামলে এসময় ট্যাঙ্কির ভিতরে গ্যাসের বিষক্রিয়ায় ২ জন ঘটনাস্থলে অসুস্থ হলে ঐ সময় উপরে থাকা রাজমিস্ত্রি সহ অন্যান্য শ্রমিক তাদেরকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনার খবর চাউর হয়ে গেলে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোরশেদুল ইসলাম সহ এলাকার লোকজন অকুস্থলে গিয়ে ভীর জমায়। এ ব্যাপারে বেড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।