বেড়িবাঁধের নামে প্রতারণা! খিলক্ষেতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল নাটক

ক্রাইম পেট্রোল বিডি | অনুসন্ধানী প্রতিবেদন

এস.এম.নাহিদ : বেড়িবাঁধ নয়, দেয়াল ও ঘর।রাজধানীর খিলক্ষেতের মস্তুল মৌজায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধ প্রকল্পের নামে অধিগ্রহণ করা জমিতে এখন চলছে বেআইনি স্থাপনা নির্মাণের মহোৎসব।১৯৮৯ সালে ডেমরা থেকে টঙ্গী পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ ও নদী রক্ষার উদ্দেশ্যে ৩৩.৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়।তিন যুগ পেরিয়ে গেছে কিন্তু সেই বেড়িবাঁধের ছায়াও দেখা যায়নি।বরং এখন দেখা যাচ্ছে জায়গাজুড়ে পাকা ভবন, বাউন্ডারি দেয়াল, তথাকথিত গবেষণাগার, এমনকি কর্মচারীদের কোয়ার্টার পর্যন্ত।স্থানীয়রা বলছেন বেড়িবাঁধের নামে জমি নিয়েছিল, এখন নিজেরাই দখলদার হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড।

সূত্রে জানা যায়, অধিগ্রহণ করা ৩৩.৫৬ একরের মধ্যে প্রায় সাড়ে চার একর জমির কোনো হদিস পাওয়া যাচ্ছে না।সরকারি রেকর্ডে জমি আছে কিন্তু বাস্তবে তা নেই।স্থানীয়দের অভিযোগ, বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী ভূমিখেকোদের যোগসাজশে সরকারি এই জমি গিলে খাওয়া হয়েছে।মস্তুল এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন,এটা শুধু জমি দখল নয়-এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বেড়িবাঁধের নামে জমি নিয়ে এখন ভবন তোলা হচ্ছে, গবেষণার নাটক চলছে।এলাকাবাসী জানায়, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বরং স্থানীয়দের অভিযোগ, কিছু সরকারি কর্মকর্তা বোর্ডের পক্ষেই অবস্থান নিচ্ছেন।একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, প্রশাসন দেখেও দেখছে না। এই নীরবতা অপরাধেরই অংশ।মস্তুলের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বেড়িবাঁধের জন্য জমি নিয়েছিল এখন গবেষণার নামে ঘর বানাচ্ছে। এটা জনগণের চোখে ধুলা দেওয়া ছাড়া কিছু নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানি ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বেড়িবাঁধের উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ ও পানি প্রবাহ ঠিক রাখা। এখন যদি সেই জায়গা দখল হয়ে যায়, তাহলে পুরো ঢাকার জলব্যবস্থাই ঝুঁকির মুখে পড়বে।তিনি আরও বলেন,এটি প্রশাসনিক ব্যর্থতার দৃষ্টান্ত। পানি উন্নয়ন বোর্ডের ভেতরের দুর্নীতির জাল না ছিড়লে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে।বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,উপর থেকে নির্দেশ এসেছে। আমরা শুধু কাজ করছি।প্রশ্ন হলো-উপর মানে কে? জনগণের ঊর্ধ্বে কে এই নির্দেশদাতা?

স্থানীয় মস্তুলের মানুষ একবাক্যে জানিয়ে দিয়েছে, বেড়িবাঁধ ছাড়া অন্য কোনো কিছু নির্মাণ করতে দেবে না। যদি বেড়িবাঁধের প্রয়োজন না থাকে তাহলে জমি আমাদের ফেরত দিন।এমনকি প্রয়োজনে তারা রাস্তায় নামবে এবং জনগণের জমি রক্ষার আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে। তাছাড়া বেড়িবাঁধের নামে অধিগ্রহণ করা জমি নদী রক্ষার জন্য ছিল।আজ সেই জমি রক্ষা করছে দুর্নীতির দেয়াল।তিন দশক পরও বেড়িবাঁধ নেই, কিন্তু আছে পাকা ঘর, দেয়াল, আর হদিস বিহীন সরকারি সম্পদ।জনগণের টাকায় জমি নিয়ে জনগণকেই বঞ্চিত করা এটাই এখন গবেষণার নামের আসল গল্প।