অর্থনৈতিক প্রতিবেদক : এখন থেকে সব ধরনের বেতার যন্ত্র আমদানি, বাজারজাত ও বিক্রির আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি নিতে হবে।
সোমবার বিটিআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ ২০১২-১৫ এর ৫১ ধারা অনুযায়ী এ আদেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিটিআরসির অনুমতি ছাড়াই মোবাইল ফোন সেট, ট্যাবলেট, পিসি, ওয়াকিটকি, রিপিটার, ফিক্সড ওয়ারলেস ফোন, মডেম আমদানি ও বিক্রি করছে। আগামীতে এ ধরনের কাজ করার আগে অনুমিত নিতে হবে।
অনুমতি ছাড়া কেউ এ কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের অক্টোবরেও একই নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। তখন বলা হয়েছিল, মোবাইল ফোনসহ অন্যান্য বেতার যন্ত্রপাতি আমদানি, বিতরণ ও বিক্রয়ের ক্ষেত্রে মনিটরিং করবে বিটিআরসি। একই সঙ্গে অনুমতি ছাড়া এসব যন্ত্রপাতি আমদানি, বিতরণ ও বিক্রয় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছিল।
কমিশনের পক্ষ থেকে তখন বলা হয়, বিটিআরসি লক্ষ্য করে যাচ্ছে যে, এক শ্রেণির অসাধু বিক্রেতা, ব্যবসায়ী, সংস্থা, ব্যক্তি বিটিআরসির অনুমতি ছাড়াই প্রকাশ্যে কিংবা অনলাইনে বিভিন্ন ধরনের বেতারযন্ত্র আমদানি, বিতরণ, পরিবেশন, ইজারা ও বিক্রয় করছে। এ বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।