বেনাপোলে ছাত্রশিবির নেতা রেজওয়ান গুমের ঘটনায় ৯ বছর পর গণতদন্ত শুরু

মসিয়ার রহমান কাজল, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন গুমের ঘটনার নয় বছর পর গণতদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (১৫ অক্টোবর) সকালে তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ তদন্ত শুরু করে।
তদন্ত দলটির কাছে স্বাক্ষ্য দেন রেজওয়ানের চাচা আবু মুছা, চাচাতো ভাই রিপন হোসেনসহ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা।

সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ এপ্রিল দুপুর ১২টার দিকে বেনাপোল জামে মসজিদের পাশের একটি বাড়ি থেকে বের হওয়ার পর বেনাপোল পোর্ট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ রেজওয়ানকে দুর্গাপুর সড়কের তহশিল অফিসের সামনে থেকে তুলে নেয় বলে অভিযোগ পরিবারের।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী চা দোকানদারের বরাত দিয়ে পরিবার জানায়, রেজওয়ানকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পুলিশ সদস্যরা। খবর পেয়ে রেজওয়ানের পিতা মিজানুর রহমান থানায় ছুটে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তদন্ত কর্মকর্তা শামীম খন্দকারের কাছে বারবার অনুরোধ করেও ছেলের সন্ধান পাননি তিনি।

রেজওয়ান তখন বাগআঁচড়া আফিল উদ্দিন কলেজে ইতিহাস বিষয়ে অনার্সে অধ্যয়নরত ছিলেন।

ঘটনার নয় বছর পর গত বছরের সেপ্টেম্বরে রেজওয়ানের পিতা মিজানুর রহমান যশোরের যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। মামলায় তৎকালীন ওসি অপূর্ব হাসান, তদন্ত কর্মকর্তা শামীম খন্দকার ও এসআই নুর আলমকে আসামি করা হয়।
এরপর থেকে ওসি অপূর্ব হাসান পলাতক থাকলেও অন্য দুই কর্মকর্তা বর্তমানে চাকরিতে বহাল আছেন বলে জানা গেছে।

দীর্ঘ নয় বছর পর আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে রেজওয়ানের স্বজন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা সাক্ষ্য প্রদান করেন।