বেনাপোলে নারী, পুরুষ, হিজড়া ও শিশুসহ ৩২ জনকে আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী, পুরুষ, হিজড়া ও শিশুসহ ৩২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটকদের সবার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।
২১ ব্যাটালিয়ন বিজিবি দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন জানান, ওই সীমান্ত পথে অবৈধভাবে একদল নারী, পুরুষ,  ও শিশু বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে- গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১১ নারী, ১৭ পুরুষ, দু’জন হিজড়া ও দুই শিশুসহ মোট ৩২ জন বাংলাদেশিকে আটক করা হয়। আটকদের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।