বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

বেনাপোল (প্রতিনিধি): যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল রবিবার, ৩ আগস্ট ২০২৫ তারিখে শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়া খালী চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ ১৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, পলিথিন, বিভিন্ন প্রকার ইলেকট্রিক ক্রাউন কার্বন ও কসমেটিক্স সামগ্রী।

এই বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেন, সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালানসহ অপরাধ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।