বেনাপোলে স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বেনাপোলে পৌনে দুই কেজি (১৫ বার) স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলো বেনাপোলের নারায়ণপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোহাম্মদ হোসেন ও ঝিকরগাছা উপজেলার কৃতিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীম হোসেন।

শনিবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকার গাজীপুর গোলদার মসজিদের পিছন থেকে তাদেরকে আটক করা হয়।

দুপুরে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সহকারী পরিচালক আবুল মনসুর আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার (যার ওজন এক কেজি ৭৪৯ গ্রাম), চারটি মোবাইল ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।