নিজস্ব প্রতিবেদক, যশোর : বেনাপোল বন্দরে গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
জেলা প্রশাসক হুমায়ূন কবীর জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে বন্দরের ২৩ নম্বর পণ্য গুদামে আগুন লাগে। পরে আগুন বেনাপোল পোর্ট থানা ভবনসহ অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে।
বন্দরের পরিচালক নিতাইচন্দ্র সেন জানান, বন্দরের ২৩ নম্বর শেডে মূলত রাসায়নিক দ্রব্যাদি রাখা হয়। আগুনে রাসায়নিক দ্রব্য ও খোলা আকাশের নিচে রাখা মালামাল পুড়ে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘পরিকল্পিতভাবে আগুন লাগানোর সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগেও বেনাপোল বন্দরে এভাবে সন্দেহজনক আগুন লেগেছে।’