বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দিনভর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে আবারো দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরের রেল ও সড়ক পথে সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এপথে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু হবে। আমদানি পণ্যের নিরাপত্তায় বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।