বেন স্টোকসকে আইসিসির জরিমানা

ক্রীড়া ডেস্ক :
আচরণবিধি ভঙ্গের কারণে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসে জরিমানা করেছে আইসিসি। স্টোকসের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও লেখা হয়েছে। ২৪ মাসের মধ্যে তার নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট লেখা হলে নিষিদ্ধ হবেন তিনি।

রোববার তিনি সাব্বির রহমানের সঙ্গে বেশ কয়েকবার কথার লড়াইয়ে জড়ান। ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও এস রবি তাকে বেশ কয়েকবার বারন করেন। অধিনায়ক অ্যালিস্টার কুককে বিষয়টি অবগত করেন আম্পায়ার ধর্মসেনা। তারপরও তিনি একই কাজ করেন।

ম্যাচ শেষে বেন স্টোকসের বিষয়ে রিপোর্ট করেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তার দেওয়া রিপোর্ট অনুসারে বেন স্টোকসকে জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি মেনে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। সে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এই ধরনের অপরাধে একজন ক্রিকেটারের ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা হতে পারে।