বেবি বাম্পসহ প্রকাশ্যে সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুর মা হতে যাচ্ছেন। কয়েক মাস আগে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বি-টাউনে। এবার গুঞ্জনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই। বেবি বাম্পসহ প্রকাশ্যে এসেছেন সোনম কাপুর।

বোন রিয়া কাপুরের বিয়ে অংশ নিয়েছিলেন সোনম। কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলেছেন তিনি। তারই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সোনমের ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে বলে দাবি করেছেন নেটিজেনরা।

যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। ছড়িয়ে পড়া ছবিতে, কালো রঙের ঢিলেঢালা পোশাকে দেখা গেছে সোনমকে। তার সঙ্গে ছিলেন শানায়া কাপুর, খুশি কাপুর।

গত বছর লকডাউনের আগেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে পাড়ি দিয়েছিলেন সোনম। স্বামী সেখানে ব‍্যবসার কাজে ব‍্যস্ত ছিলেন। অপরদিকে সোনম ফটোশুট, কিছু ছবির শুটিং এসব নিয়ে মজে ছিলেন। মাঝে মধ‍্যেই তার ইনস্টাগ্রামে উঠে আসত লন্ডন ডায়েরির টুকরো দৃশ্য।

ব‍্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সোনমের। সবাইকে অবাক করে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে মুম্বাইয়ে রাজকীয়ভাবে বিয়ে সারেন অভিনেত্রী। ২০১৮ সালের ৮ মে দীর্ঘদিনের প্রেমিক আনন্দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনম।