বেরসিক বৃষ্টির কাছে ‘হার’ মানল এনসিএল

অনেকটা জমকালো আয়োজনের মাধ্যমে বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়ন্টির ট্রফি উন্মোচন করা হয়। কিন্তু টুর্নামেন্ট শুরুর দুই দিনের মাথায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে বাধ্য হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতিকূল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে জানিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে নতুন সূচি ঘোষণা করবে।’

এনসিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে বেরসিক বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। রাজশাহীর ম্যাচটি ৫ ওভারে নিষ্পত্তি হলেও বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। বৃষ্টির কবল থেকে বাঁচতেই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের সব ম্যাচ রাজশাহী হওয়ার ঘোষণা দিয়েছিল এনসিএল কর্তৃপক্ষ। কিন্তু এবার বৃষ্টির কাছে হার মেনে টুর্নামেন্টই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল বিসিবি।