
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইব্রাহীম কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১৮ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে।ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ, সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।