বেরোবিতে ভর্তি পরীক্ষা : ৯-১৭ নভেম্বর পর্যন্ত ক্লাস ছুটি

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সব বিভাগের ক্লাস ছুটি থাকবে।

এ ছাড়া ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সব পরীক্ষা বন্ধ থাকবে।

একই সঙ্গে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।