বেরোবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন।

শহীদ মুখতার ইলাহী ছাত্রাবাসে সিট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করেছেন, বিএনপি ও জামায়াত ইসলামীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের নাম ব্যবহার করছে।

পুলিশ ও সাধারণ শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখের সমর্থকরা শহীদ মুখতার ইলাহী হলে এক ছাত্রকে সিট দেওয়ার জন্য নিয়ে যান। এ সময় সভাপতি ইমতিয়াজ বসুনিয়া গ্রুপের সমর্থকরা বাধা দেন। এ নিয়ে দুইগ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়। খবর পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক মীমাংসার জন্য গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখসহ পাঁচজন আহত হন। বেশ কয়েকটি কক্ষের জানালা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শহীদ মুখতার ইলাহী হলের অপ্রীতিকর ও ভাঙচুরের ঘটনায় উপাচার্যের নির্দেশে সহকারী প্রক্টর সদরুল ইসলাম সরকারকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সহকারী প্রক্টর শফিক আশরাফ ও সহকারী প্রক্টর সামসুজ্জামান।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ বসুনিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ জানান, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। বিএনপি ও জামায়াতের সমর্থকরা এমন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের উপর দায়ভার চাপাচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত হলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ জানান, শহীদ মুখতার ইলাহী হলের অপ্রীতিকর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।