বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ওপর হামলার ষড়যন্ত্র নস্যাৎ

প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারসহ বেলজিয়ামের রাজনীতিকদের ওপর একটি গোষ্ঠীর হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।

বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেন, প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের ওপর হামলার ষড়যন্ত্রের খবর খুবই উদ্বেগজনক। আমরা যে সত্যিকারের সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছি এতে তাই প্রতীয়মান হচ্ছে, এ কারণে আমাদের সতর্ক থাকতে হবে।

ইউরোপের এ দেশটিকে এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট সংশ্লিষ্টদের হামলা মোকাবেলা করতে হয়েছে। গত দশকজুড়ে মাদক সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর কারণে দেশটিতে নিরাপত্তাহীনতাও ক্রমশ বাড়ছে।

বেলজিয়ামের বিচারমন্ত্রী আনেলিস ফেরলিনডেন এক্সে লিখেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান সম্ভবত বৃহস্পতিবার হতে যাওয়া হামলা ঠেকিয়ে দিয়েছে।

অভিযানে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অ্যান্টওয়ার্প পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।

বিবৃতিতে বলেছে তারা, রাজনীতিবিদদের লক্ষ্য করে জিহাদি আদর্শে অনুপ্রাণিত হামলার উদ্দেশ্য ছিল বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অ্যান্টওয়ার্পে সন্দেহভাজনদের ঘরে তল্লাশি চালিয়ে হাতে তৈরি বিস্ফোরক যন্ত্রসদৃশ একটি যন্ত্র ও এক ব্যাগভর্তি ইস্পাতের বল পেয়েছে বলে জানিয়েছে ওই কার্যালয়। হামলার অংশ হিসেবে ড্রোন ব্যবহারের পরিকল্পনা ছিল বলেও ধারণা করা হচ্ছে।

২০১৬ সালের মার্চে ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রোতে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছিল। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছিল।

সূত্র: রয়টার্স