
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা শিক্ষক সমিতির উদ্যোগে বেসরকারী শিক্ষক কর্মচারীরা ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ চাকুরী জাতীয়করণের দাবীতে গতকাল বুধবার সকাল থেকে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনা চত্ত্বরে অনশন ধর্মঘট পালন করেছেন।
অনশন ধর্মঘটে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহে আলম, শিক্ষক সমিতির নেতা আশুতোষ বিশ্বাস, আলহাজ্ব মাওলানা মোঃ ফাওজুল কবীর, ফারুক হোসেন, নিহার রঞ্জন বাড়ৈ, রবীন্দ্র নাথ দাস প্রমুখ।
পরে বিকাল ৩ টায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ ইউসুফ আলী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে অনশনরত বেসরকারী শিক্ষক-কর্মচারীদের কে পানি পান করিয়ে ধর্মঘট প্রত্যাহার করান।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান, মহিলা কাউন্সিলর খাদিজা বেগম ও কাউন্সিলর শাহ. নাহিদ।