বেসিক ব্যাংকের আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংক থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ মামলার অন্যতম আসামি লোটাস স্টিল করপোরেশনের মালিক এ কে আজাদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বাসিলা থেকে দুদক পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগের বিষয়ে জানা যায়, আসামি এ কে আজাদসহ অন্যরা বেসিক ব্যাংকে থেকে জালিয়াতির আশ্রয় নিয়ে ৬ কোটি টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানার মামলা দায়ের করে দুদক।

প্রসঙ্গত, ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ৫৬ মামলা দায়ের করে দুদক। মতিঝিল, পল্টন ও গুলশান থানায় মোট ৫৬ মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়।