
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। গান নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।
এবার ন্যান্সি আসছেন বৈশাখের গান নিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ও সুরে ‘এসো হে বৈশাখ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। আর গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। অনুপম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ হতে যাচ্ছে।
এই প্রসঙ্গে ন্যান্সি বলেন, যুগ যুগ ধরে এই গানটির মাধ্যমে বৈশাখকে বরণ করে আসছি আমরা। এবার নিজে আনুষ্ঠানিকভাবে গানটি গাইলাম, যেটি প্রকাশ করছে অনুপম মিউজিক। আমার গাইতে বেশ ভালো লেগেছে। শ্রোতাদেরও গানটি ভালো লাগবে বলে বিশ্বাস।