বৈশ্বিক সমস্যা জঙ্গিবাদ দমনে পুলিশ কমান্ডোরা সক্ষম হবে

খাগড়াছড়ি : বৈশ্বিক সমস্যা জঙ্গিবাদ দমনে পুলিশ কমান্ডোরা সক্ষম হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

তিনি বলেছেন, ‘বৈশ্বিক সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশকে আধুনিকায়নে কাজ করছে বর্তমান সরকার। সন্ত্রাসী ও জঙ্গিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের মোকাবেলা করতে পুলিশসহ সব বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে। পুলিশের কমান্ডোরা জঙ্গিবাদ দমনে সক্ষম হবে।’

খাগড়াছড়ির পার্বত্য জেলায় এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে শনিবার দুপুরে পুলিশ কমান্ডোর প্রথম কোর্সের উদ্বোধনকালে পুলিশ প্রধান এ কথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে আগত সাংবাদিকদের এ কে এম শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ ও মাদকের ব্যাপারে সরকার জিরো ট্রলারেন্সে রয়েছে।’

বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবিতে যেসকল কর্মকর্তা কমান্ডো প্রশিক্ষণে অভিজ্ঞ, তাদের সহায়তা চেয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের ৪০ জন সদস্য ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। তারা প্রথম কোর্সে বিভিন্ন পদবীর ৪৪ জনকে প্রশিক্ষণ দেবেন।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘নিজের ও জনগণের জীবনরক্ষা করে  কমান্ডোরা শত্রু পক্ষকে ধ্বংস করবে- এ মূলমন্ত্র আপনাদের গ্রহণ করতে হবে। কমান্ডোরা সফল হলে অন্যান্য পুলিশ সদস্যরা উৎসাহী হবে।’

প্রথম কোর্সের পরে পর্যায়ক্রমে সব কয়টি রেঞ্জে কমান্ডো প্রশিক্ষণ করানো হবে বলে জানান আইজিপি।

এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারের অধিনায়ক আওরঙজেব মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টারের ট্রেনিং এন্ড স্পোর্টস বিভাগের অতিরিক্ত ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, খাগড়াছড়ি সদর সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল জি এম সোহাগ প্রমুখ।