বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডে পা রেখেছেন বেশি দিন হয়নি কিন্তু এরই মধ্যে অনেক জনপ্রিয় সিনেমা দর্শককে উপহার দিয়েছেন তিনি।
সিনেমায় চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রায়ই বিভিন্ন কাজ করে থাকেন তিনি। শ্রদ্ধার পরবর্তী সিনেমা হাসিনা-দ্য কুইন অব মুম্বাই। এ সিনেমায় নিজের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে বোরকা পরে রাস্তায় চলাচল করছেন এ অভিনেত্রী।
সিনেমাটিতে দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘হাসিনা-দ্য কুইন অব মুম্বাই সিনেমায় শ্রদ্ধাকে কিশোরী বয়স থেকে ৪৫ বছর বয়সি নারীর চরিত্রে দেখা যাবে। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শ্রদ্ধা বিভিন্ন কাজ করছেন। হাসিনা নাগপাড়ায় বড় হয়েছেন। শ্রদ্ধা সেখানে ব্যস্ত রাস্তায় বোরকা পরে চলাচল করছেন। এক সপ্তাহ আগে তিনি পরিচালক এবং চিত্রনাট্যকারকে সঙ্গে নিয়ে এ কাজ করেন।’
দাউদ ইব্রাহিমের বোন হাসিনার স্বামী ইসমাইল পার্কার নাগপাড়ার একটি হোটেলে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। এরপর থেকে হাসিনার নাম আলোচনায় আসে। শ্রদ্ধা সেই হোটেলটি দেখতে গিয়েছিলেন।
‘শ্রদ্ধা চাইছেন হাসিনা নাগপাড়ার যে জায়গায় বড় হয়েছেন সেটি খুঁটে খুঁটে দেখতে। তিনি চরিত্রের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে চান। নাগপাড়ার মতো জনবহুল জায়গায় এটি খুবই কঠিন। এজন্যই তিনি বোরকা পরে চলাচল করছেন।’ জানিয়েছে সেই সূত্রটি।
এছাড়া ওকে জানু সিনেমার শুটিং শেষ করেছেন শ্রদ্ধা। সিনেমাটি মনি রত্নম পরিচালিত ওকে বাঙ্গারাম’র হিন্দি রিমেক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর।
শ্রদ্ধা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রক অন-টু। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রক অন সিনেমার সিক্যুয়েল এটি। গত ১১ নভেম্বর মুক্তি পেয়েছে রক অন-টু। কিন্তু বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ এটি।