বোরকা পড়ে শুটিং সেটে পরীমনি

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। মাদক মামলার জামিনের পর বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি।

রাস্তায় বের হলেই তাকে নিয়ে শুরু হয় জটলা। ভক্ত ও সিনেমার দর্শকরা তাকে এক নজর দেখতে ছুটি আসেন। তাই মাঝে মাঝে নিজেকে আড়ালে রেখে বাইরে বের হতে হয় তাকে। সম্প্রতি পরীমণিকে কালো রঙের একটি বোরখা পরা অবস্থায় দেখা গেছে। বোরখায় নিজের চেহারাও ঢেকে রেখেছিলেন তিনি। ছবিটি সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে।

অনেকে মনে করছেন, নিজেকে আড়াল করতে বোরকা পরে সেটে গিয়েছেন এ নায়িকা। আবার কারও ধারণা, চরিত্রের প্রয়োজনে বোরকা পরেছেন পরী। তবে বিষয়টি পরিষ্কার করতে নারাজ লাস্যময়ী এ নায়িকা।

সিনেমাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এখন ওস্তাদজীর (গিয়াস উদ্দিন সেলিম) সঙ্গে নতুন জার্নি শুরু করেছি। দারুণ গল্পের ছবি। আর ওস্তাদজির সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতার।’

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রামে শুটিং চলছে ‘গুনিন’ সিনেমার। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্মাতার একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। লিখেছেন, ‘ওস্তাদজী গিয়াস উদ্দিন সেলিম। গুনিনের আখড়া থেকে।’ এ ছবির কমেন্টস বক্সে পরীমনিকে শুভ কামনা জানিয়েছেন অনেকে।

এর আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করেছিলেন পরীমনি। ইয়াশ রোহানের বিপরীতে তার অভিনয় নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। নতুন এক পরীকে আবিষ্কার করেছিল ভক্তরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি বেশ সরব। সম্প্রতি ফেসবুকে নতুন অ্যালবাম তৈরি করেছেন ‘মাই সুইট হোম’ নামে। শুক্রবার (১৫ অক্টোবর) এতে নতুন ছয়টি ছবি শেয়ার করেছেন এ নায়িকা। ছবিতে বেশ লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন পরী।

ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতবিতান’ কবিতার দুই লাইন লিখেছেন। ‘আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন।’ এ পোস্টের কমেন্টস বক্সে পরীর বন্দনা করেছেন নেটিজেনরা।