বোরহানউদ্দিনে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল আজিজ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ উপলক্ষ্যে ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মো: আ: কুদদূসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ উল্ল্যাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম নাজমুস সালেহীন, ঘুর্ণিঝড় প্রস্তুত কমিটির চেয়ারম্যান শাজাহান মোল্লা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: বশির উল্যাহ, বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বিজ্ঞান প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রভাষক এইচ.এম মোস্তফা কামাল, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমূখ সহ সেচ্ছাসেবীগণ।