
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম জন্মাষ্টমী উৎসব। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ আয়োজনে রবিবার সকালে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ’র মন্দির (কেন্দ্রীয় মন্দির) থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম রবীন্দ্র পল্লী ভাওয়াল বাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম রবীন্দ্র পল্লী ভাওয়াল বাড়ি মন্দিরে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অনীল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও আ’লীগ সম্পাদক রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আঃ কুদ্দূস, উপজেলা প্রকৌশলী শ্যামল গাইন, অফিসার্স ইনচার্জ অসিম কুমার সিকদার, সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সম্পাদক ইন্দ্রজিৎ দে । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ নন্দ দুলাল দে, সাবেক সম্পাদক বিরাজ দে, উপজেলা পূজা উদ্যাপন সহ সভাপতি ডাঃ রতন দেবনাথ,প্রবল চন্দ্র দে, যুগ্ন্ সম্পাদক কিরন দে,কোষাধক্ষ্য বিল্টু দাস, সবুজ রক্ষিত চানক্য সেবা সংঘের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক রাখাল মিস্ত্রি, কোষাধক্ষ্য শিশির পাল ,যুগান্তর প্রতিনিধি নীল রতন দে, হিন্দু যুব সংঘের প্রশান্ত দে, পার্থ প্রতিম আচার্য, সোহাগ দে,দিপঙ্কর হাওলাদার, সুমন দে ,শচীনাথ দে প্রমুখ উপস্থিত ছিলেন। সব শেষে গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।