বোরহানউদ্দিনে যৌতুকের শিকার গ্রহবধু

ভোলা প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত রেফাজ্জল হোসেনের মেয়ে শাহানাজের সাথে পাশ্ববর্তী দালালপুর ৫নং ওয়ার্ডের নেজামুল মৃধার ছেলে নয়ন (৩২) এর ৩০-১১-১২ইং তারিখে রেজিষ্ট্রী কামিননামার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নয়ন যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে বলে জানান শাহানাজ ।
শাহানাজ আরো জানায়, আমার সুখের কথা চিন্তা করে দুই লক্ষ টাকা দেন আমার পরিবার। আমাকে বাড়িতে রেখে নয়ন বিদেশে যায় এবং বিদেশ থেকে দেশে এসে মোহাম্মদ ভেলা মাদ্র্রাসার দশম শ্রেনীর ছাত্রী আকলিম বেগম অরুপে রুনার সাথে বিয়ের কথাবার্তা ঠিক করে। স্বামীকে দ্বিতীয় বিয়ে থেকে ফিরিয়ে আনতে বার বার চেষ্টা করে ও ব্যার্থ হন শাহানাজ বেগম। পরে শাহানাজ বেগম বাদী হয়ে গত ১৯.৩.১৭ তারিখে বোরহানউদ্দিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক । যার নং ২২৫১৭। ২৩,০২,১৭ তারিখে ভোলা জেলা দায়রা জজ আলাদতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন । যার নং ৫৭১৭।
এ দিকে নয়নের দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে জরেজমিনে গিয়ে জানাযায়, আকলিমা বেগমের পরিবার মেয়ের নাম গোবন করে রুনা বেগম বানিয়ে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে নয়ন সাথে বিয়ে ঠিক করে। এই খবর মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসি জেনেগেলে তারা কৌশলে আকলিমাকে তার নানা বাড়ি (উদয়পুর রাস্তার মাথা ) পাটিয়ে দেয়।
এ ব্যাপারে আকলিমা বাবা হানিফ বিয়ের কথা স্বিকার করলেও কামিনের কথা অস্বিকার করেন।
নয়নের বাবা নেজামুল মৃধার জানান, আমার ছেলে বিয়ের সময় কোন যৌতুক নেইনি। তিনি আরো জানায়, আমার ছেলে (নয়ন) বিদেশ থেকে যত টাকা পাটিয়েছে সব টাকা শাহানাজ তার বাবার বাড়িতে নিয়ে গেছে।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই তবে উভয় পক্ষ আমার কাছে আসলে চেষ্টা করবো সঠিক সমাধান দেওয়ার।