বোরহানউদ্দিনে ৭০পিচ ইয়াবাসহ আটক এক

আ:আজিজ,  বোরহানউদ্দিন। ভোলার বোরহানউদ্দি উপজেলার পক্ষিয়া বাটামারা ৪নং ওয়ার্ড থেকে ৭০পিচ ইয়াবাসহ ইকবাল হোসেন নাহিদ (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ, মঈল বার সন্ধা ৬.৩০ মিনিট এর সময়  বোরহানউদ্দিন পক্ষিয়া ইউনিয়ের ৪নং ওয়ার্ডের  গ্রামের বাটামারা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত হলেন বোরহানউদ্দিন উপজেলা হাসান নঘর ৬নং ওয়ার্ডের বাসিন্দা সলেমন মুনসির  ছলে। বোরহানউদ্দিন থানার কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক ক্রাইম পেট্রোল বডি জানান আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে এ ব্যবসা করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে এসআই আজিজুর রহমান ও এ এসআই জসিম ও এ এসআই সাইফুল এর নেতৃত্বে অভিজান চালিয়ে পক্ষিয়া ৪নং ওয়ার্ড মিলন ম্যানেজার এর বাড়ির সামনে থেকে তাকে  আটক করা হয়, তিনি আরো জানান তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এবং আজ বুধবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।