বোরহানদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৫ জেলে আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমাণ্য করে মাছ ধরায় ৫ জেলেকে আটক করে কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় ২০০০ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জন্দ করা হয়। ২৪সে মার্চ শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট, মৎস্য অফিসার, পুলিশের পৃথক পৃথক অভিজান চালিয়ে এ জেলে আটক জাল ও মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর জানান, নদীতে নিষেধজ্ঞা অমান্য করে বোরহানউদ্দিন সদর উপজেলা মেঘনা নদীতে মাছ শিকার করায় ৫ জেলে আটক ও ২০ কেজি মাছ ও ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ব্রাম্যমাণ আদালত এর মাধ্যমে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট আ: কুদ্দুস আটককৃত জেলে জহিরুল (৪০), জেবল হক (৬৯), নয়ন (৩০), কামাল (৩৫), খালেক (৪০), প্রত্যেকে ২০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমদের মাঝে বিতরন করা হয়। এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।