বোরো ধান তুলতে কৃষকের পাশে থাকুন, শিক্ষক-ছাত্রদের মাউশি

বিশেষ প্রতিবেদকঃ হাওরসহ অন্যান্য অঞ্চলের বোরো ধান মাঠ থেকে ঘরে তুলতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাওয়ার অনুরোধ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক।

পাশাপাশি মঙ্গলবার (২১ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকার স্কুলগুলো কৃষকদের জন্য খুলে দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের সব পরিচালক ও উপ-পরিচালক, সব জেলা ও উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা, কলেজ অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

করোনা পরিস্থিতে বোরো ধান তোলা নিয়ে শ্রমিক সঙ্কট এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক শিক্ষার শিক্ষক-কর্মকর্তাদের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষার্থীদের এ নির্দেশনা দেওয়া হলো।

চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবজনিত বৈশ্বিক মহামারির প্রভাব বাংলাদেশেও পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণের বিরূপ প্রভাব বিবেচনায় নিয়ে এরই মধ্যে আগামী তিন বছরের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন। একইসঙ্গে তিনি জরুরিভিত্তিতে প্রায় পাঁচ কোটি মানুষের খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বোরো ধানের যে বাম্পার ফলন হয়েছে। তা যেন সঠিক সময়ে কৃষকের ঘরে উঠে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে অন্যান্য অনেকের মতো শিক্ষক-শিক্ষার্থীদেরও কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

‘উদ্ভূত পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন সেসব এলাকার শিক্ষপ্রতিষ্ঠান প্রধানদের কৃষকদের প্রয়োজনীয় সাহায্য দেওয়ার অনুরোধ করা হলো।’

চিঠিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস, রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাওয়ার অনুরোধ করা হয়।

এছাড়া প্রয়োজনে কৃষকদের তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্যও বলা হয়েছে।

বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোরো ধান আহরণে কৃষকদের সর্বাত্মক সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।