
নিজস্ব প্রতিবেদক, খুলনা : বোরো বীজকে ব্লাস্ট মুক্ত করতে এবার আবিষ্কার হলো রসুনের রস।খুলনার জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের একজন কৃষি কর্মকর্তা পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হয়ে কৃষকদের সেভাবে পরামর্শ দিচ্ছেন।খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রো টেকনোলোজি ডিসিপ্লিনের গবেষণাগারে রসুনের রস ব্লাস্ট প্রতিষেধক বলে প্রমাণিত হয়েছে।
গত বছর মৌসুম শেষে দক্ষিণাঞ্চলের চার জেলায় বোরো খেতে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় উৎপাদন ব্যাহতসহ ৭০০ কৃষক ক্ষতিগ্রস্ত হন।
জলমা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবনান্দ রায় এ প্রতিবেদককে জানান, গত বছর ব্লাস্টে বোরো খেত আক্রান্ত হওয়ার পর আতঙ্ক কাটাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরো বীজ শোধন করে বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। শোধনের উপকরণ হিসেবে রসুনের রসকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলোজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মতিউল ইসলাম এ প্রতিবেদককে জানান, রসুনের রস ব্লাস্টের প্রতিষেধক। গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে রসুনের রস ব্লাস্ট নামক বালাই প্রতিষেধক। অন্যান্য ছত্রাকনাশকের তুলনায় এ রস অনন্য।