বোর্নমাউথের জয় পেয়েছে ব্লুজরা

খেলা ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেই চলছে চেলসি। লিগে সবশেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ব্লুজরা। একই লিগের অপর ম্যাচে ওয়াটফোর্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে টটেনহাম হটস্পায়ার।

বোর্নমাউথের মাঠ গোল্ডস্যান্ডস স্টেডিয়ামে গতকাল ম্যাচের ১৭ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। ভিক্টোর মোজেসের পাস থেকে দিয়েগো কস্তার নেওয়া শট অ্যাডাম স্মিথের মাথায় লেগে বোর্নমাউথের জালে ঢুকে যায়। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে চলতি মৌসুমে দারুণ খেলা চেলসি। চেলসির হয়ে এ গোলটি করেন ইডেন হ্যাজার্ড। গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়াম এ তারকা। চলতি লিগে এটি তার ১৪তম গোল।

তবে বিশ্রামে যাওয়ার আগেই একটি গোলের শোধ দেয় বোর্নমাউথ । ম্যাচের ৪২ মিনিটে ডি বক্সের ডান দিকে জশুয়া কিংয়ের শট চেলসি গোলরক্ষককে পরাস্ত করে। বিশ্রাম শেষে ম্যাচের ৬৮তম মিনিটে লিগে নিজেদের ২৪তম জয় অনেকটাই নিশ্চিত করে নেয় চেলসি। ডি বক্সের বাইরে থেকে মার্কোস আলোনসোর ফ্রি কিক স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করে।

ইংলিশ লিগে একই রাতে হাল সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।অপর ম্যাচে স্টোক সিটির মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল।

লিগে ৩১ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে সবার আগে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই টটেনহাম। এক ম্যাচ বেশি খেলে ৬৩ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান তৃতীয় স্থানে। আর ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।