বোলারদের প্রশংসায় মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজ যেমন আক্ষেপ নিয়ে শেষ হয়েছিল, প্রথম টেস্টেও ঠিক তাই হল। ২২ রানের আক্ষেপে পুড়ে প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ।

তবে প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নামলেও প্রতিপক্ষ ইংল্যান্ডকে অতো সহজে জিততে দেয়নি। ইংল্যান্ডের ২০ উইকেটই তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। তাইতো বোলারদের প্রশংসা করতে ভোলেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিক বলেন, ‘আমাদের বোলাররা অসাধারণ বোলিং করেছে। এমন উইকেটে যদি ঘরোয়া ক্রিকেটে আমরা কয়েকটা ম্যাচ খেলতে পারতাম তাহলে হয়তো প্রস্তুতিটা ভিন্ন হত। এটার হয়তো সুযোগ ছিল না। তারপরও বলব সব মিলিয়ে আমাদের জন্য ভালো একটা ম্যাচ হয়েছে। আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। আমরা ২০ উইকেট নিয়েছি, এটা খুব ভালো লক্ষণ। এমন উইকেটে খেলতে হলে বোলারদের বলটা কিভাবে রিভার্স করাতে হয় সেটা জানতে হয়। এটা এর আগেও আমি বলেছি। প্রথম শ্রেণির ক্রিকেটে আমাদের কয়েকজন বোলার আছে যারা পুরনো বলে বল করে। আপনি যদি স্কোরকার্ড দেখেন, সেটা ঘাসের উইকেটেই হোক আর অন্য কোন উইকেটেই হোক। স্কোরকার্ডটা দেখলে দেখবেন হয়তো স্পিনাররা ৫ উইকেট নিয়েছে, পেসাররা একটা বা দুইটা। এটা আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে সব সময়ই হয়ে থাকে।’

তিনি আরো বলেন, ‘একজন বোলার যদি নাই বোঝে পুরনো বলে তাকে কিভাবে বোলিং করতে হবে সেটা দুঃখজনক। একজন সেট ব্যাটসম্যানকে কিভাবে পরিকল্পনা করে বোলিং করতে হয় এগুলো না জানলে কিভাবে আশা করা যায় একজন বোলার টেস্ট ক্রিকেটে বড় একটি দলের বিপক্ষে সফল হবে। যেটা কিনা স্টোকস ও ব্রড গত ৮-১০ বছর ধরে করে আসছে। কাজটা তাদের জন্য কতটা সহজ আর আমাদের জন্য কতটা কঠিন।’

শফিউল ও রাব্বির বিষয়ে মুশফিক বলেন, ‘আমার মনে হয় শফিউল আর রাব্বি যে খুব খারাপ করেছে তা নয়। তাদের জন্য এটা একটি শেখার মতো অভিজ্ঞতা হয়েছে। এমন উইকেটে প্রত্যেকেটি রান যে কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি স্পেল কতটা যে গুরুত্বপূর্ণ এটা আসলে এখানে শো করে! পুরনো বলে যেভাব রিভার্স করা যায়, এটা আমার মনে হয় তারা খুব ভালো ভাবেই বুঝতে পেরেছে। আশা করি এখান থেকে তারা এই শিক্ষাটা নেবে। অনেকে হয়তো বলে নতুন বলে শুধু পেস বোলাররা বোলিং করে। কিন্তু পুরনো বলেও যে তাদের থেকে ইনপুট দেওয়ার আছে। আমার মনে হয় তারা ভবিষ্যতে এই কাজগুলো দেখবে।’