
দক্ষিণী অভিনেত্রী তামান্না ও ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার বিরাট কোহলি। ২০১২ সালে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দেখা হয় তাদের। প্রেমের বন্ধনে আবদ্ধও হন তারা। কিন্তু সে সম্পর্ক এক বছরের বেশি টেকেনি।
কিন্তু আবারও এই বলিউড অভিনেত্রীর সঙ্গে বিরাট কোহলীকে ব্যক্তিগত বিমানে দেখে অবাগ নেটাগরিরা। নতুন ছবি দেখে প্রশ্ন জেগেছে নেটাগরিকদের মনে। পুরনো প্রেমিক-প্রেমিকা এক সঙ্গে বিমানে করে কোথায় যাচ্ছেন? অনুষ্কা কোথায়!
সম্প্রতি ইস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তামান্না। দেখা যাচ্ছে, চিপস ও কেক ভর্তি থালা ধরে রয়েছেন তামান্না। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। পিছনে দেখা যাচ্ছে আরও দু’জনকে। বাঁ পাশে এক জন মহিলা মজা করে সেই থালার দিকে তাকিয়ে রয়েছেন। সেই মহিলার পাশে আরও এক জন পুরুষ। তামান্নার পিছনে বসে তিনিও সেই থালার দিকে তাকিয়ে রয়েছেন।
তবে সত্যিটা একটু অন্য রকম। যে ব্যক্তিকে ভারতের অধিনায়ক বলে ভুল করছেন সবাই, তিনি আসলে তামান্নার ব্যক্তিগত রূপটান শিল্পী ফ্লোরিয়ান হুরেল। নেটাগরিকদের মতে, দু’জনের চেহারায় অনেকটা মিল রয়েছে।
তবে কয়েক জন নেটাগরিক কেবল মজা করেই তামান্না আর বিরাটের প্রেমের প্রসঙ্গ তুলেছেন। কেউ লিখেছেন, ‘আপনার পিছনে বিরাট কোহলী কী করছেন’?