ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বনদস্যুরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার হরিহরপুর গ্রাম থেকে জ্যোতিষ মাহাতো (৪৫) নামে এক ঘের ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বনদস্যুরা।

এ সময় বাধা দিতে গিয়ে বনদস্যুদের গুলিতে আহত হয়েছেন জ্যোতিষের ভাই ধীরেস মাহাতো।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত জ্যোতিষ হরিহরপুর গ্রামের মতি মাহাতোর ছেলে।

এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে কোস্টগার্ডের লোক পরিচয় দিয়ে কয়রা উপজেলার হরিহরপুর গ্রামের ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোর বাড়িতে ১০/১২ জনের বনদস্যু দল ঢুকে। এরপর বনদস্যুরা অস্ত্রের মুখে ঘর থেকে জ্যোতিষকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে বনদস্যুরা জ্যোতিষের ভাই ধীরেস মাহাতোকে গুলি করে।

এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।