
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার বদৌলতে আকাশচুম্বী তারকা খ্যাতি পেয়েছেন ‘রেবেল’ খ্যাত এ অভিনেতা। এবার ব্যবসায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের অন্ধ্র প্রদেশে প্রভাস নির্মাণ করছেন মাল্টিপ্লেক্স বিল্ডিং। সাত একর জমির উপর নির্মিত হবে এই মাল্টিপ্লেক্স। এতে বিনোদনের জন্য স্থাপন করা হবে একটি প্রেক্ষাগৃহ। যাতে ত্রি-মাত্রিক প্রযুক্তি সম্পন্ন ১০৬ ফুট দৈর্ঘ্যের পর্দা থাকবে। এর প্রতি শোয়ে ৬৭০জন দর্শক বসতে পারবেন।এর নির্মাণ কাজ শেষ হলে এটিই হবে ভারতের সর্ব বৃহৎ প্রেক্ষাগৃহ। এছাড়াও ১৭০ আসন বিশিষ্ট দুইটি প্রেক্ষাগৃহ থাকবে। তা ছাড়াও রেস্তোরাঁসহ শিশুদের বিনোদনের জায়গাও থাকবে।
এই মাল্টিপ্লেক্সটি নির্মাণ করতে খরচ হবে ৪০ কোটি রুপি। ২০১৮ সালে এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে।
প্রভাসের পরবর্তী সিনেমা ‘সাহো’। এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শ্রদ্ধা। এটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস-শ্রদ্ধা ছাড়াও এতে আরো অভিনয় করছেন নীল নিতীন মুকেশ। ‘সাহো’ সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।