প্রথম ওয়ানডেতে তবু দুই অঙ্কের দেখা পেয়েছিলেন সৌম্য সরকার। ১৮ বলে ১৯ রান করে ফিরেছিলেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুই অঙ্ক নয়, দুই রানেই সাজঘরের পথ ধরেছেন তিনি।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে জেডেন সিলসকে সীমানাছাড়া করতে গিয়ে মিড অনে দাঁড়ানো গুডাকেশ মোটিকে সহজ ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে ৫ বলে ২ রান এসেছে তার ব্যাটে।
দীর্ঘসময় ধরেই ওয়ানডেতে ছন্দে নেই সৌম্য সরকার। কালেভদ্রে একটা-দুটো নজরকাড়া ইনিংস খেলে দলে জায়গা ধরে রাখেন তিনি। পরিসংখ্যান বলছে, সবশেষ ১৫ ম্যাচে কেবল দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে তার, এর মধ্যে একটি সেঞ্চুরি।
এদিকে দলীয় ২৬ রানে সৌম্য ফেরার পর ক্রিজে এসেছেন লিটন দাস। ব্যাট হাতে দারুণ শুরু করেছেন অন্য ওপেনার তানজিদ হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৪। দুটি করে চার-ছক্কায় ১৯ বলে ৩০ রান নিয়ে ব্যাট করছেন তানজিদ। ১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন লিটন।
এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।