অর্থনৈতিক প্রতিবেদক : রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মো. আতাউর রহমান প্রধান বলেছেন, ‘ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়বেই। আজ না হয় কাল অথবা কয়েক দিন পরে। এমন কোনো নজির নেই যে, অনিয়ম করে ধরা পড়েনি।’
সম্প্রতি রাজধানীর মতিঝিলের রূপালী ব্যাংকের ট্রেনিং একাডেমিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে এসব কথা বলেন তিনি।
রোববার রূপালী ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আতাউর রহমান প্রধান জানান, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই ভুল তথ্য উপস্থাপন করা যাবে না। কোনো সহকর্মী যাতে প্রলোভনের কারণে দুষ্কর্ম না করে সে বিষয়ও সতর্ক দৃষ্টি দিতে হবে।
অনুষ্ঠানে ছিলেন রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, উপমহাব্যবস্থাপক সালমা বানু প্রমুখ।