অর্থনৈতিক প্রতিবেদক : ঈদের ছুটিতে ব্যাংকের যেসব শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো বাদে সব ব্যাংক ও ব্যাংকের শাখা এবং আর্থিক প্রতিষ্ঠান ১১ সেপ্টেম্বর বন্ধ থাকবে। সরকার নির্বাহী আদেশে এদিন ছুটি ঘোষণা করায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ও আর্থিক প্রতিষ্ঠান এবং বাজার বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং এর পরিবর্তে ২৪ সেপ্টেম্বর শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে মর্মে ঘোষণা করা হয়েছে।
এমতাবস্থায় ১১ সেপ্টেম্বর দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ওই দিনের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর কর্মদিবস হিসেবে গণ্য হবে।
ঈদ উপলক্ষে ১২, ১৩, ১৪ সেপ্টেম্বর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে।