
ব্যাংকের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য জারি করা সব আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে ও আংশিক অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ হয়ে গেল।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করতে পারবেন ব্যাংক কর্মকর্তারা।