ব্যাটসম্যানদের দুষলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : ব্যাটিং নিয়ে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হতাশা, ক্ষোভ কমছেই না। ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং কোনোভাবেই মেনে নিতে পারছেন না খুলনার অধিনায়ক!

শনিবার খুলনা রাজশাহীর দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪৫ রানের বেশি করতে পারেনি। ম্যাচ হেরে যায় ৯ রানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এ রান তাড়া করে জয় পাওয়া ‍উচিত ছিল। আমরা মিডল ওভারে ভালো ব্যাটিং করছিলাম কিন্তু বাউন্ডারি মারতে পারিনি। হয়তো ব্যাটসম্যানরা যারা ছিল তারা শেষ করে আসতে পারলে সহজে জয় পাওয়া যেত।’

ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ আরো বলেন, ‘পাওয়ার প্লেতে ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। ওখানে আমরা উইকেট হারাচ্ছি, কিন্তু রান তুলতে পারছি না। এটা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে।’

নবম ম্যাচে এটি খুলনার তৃতীয় পরাজয়। ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় শীর্ষে আছে মাহমুদউল্লাহর দল। তাদের পরবর্তী ম্যাচ ২৯ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে।

অধিনায়কের বিশ্বাস ঘুরে দাঁড়াবে খুলনা টাইটান্স, ‘আমরা যেভাবে চাচ্ছিলাম আজ সেভাবে পারিনি। আশা করছি পরবর্তী ম্যাচে ভালোভাবে শক্তভাবে ফিরে আসতে পারব।’ এর আগেও ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচ হেরেছিল খুলনা টাইটান্স।