ক্রীড়া প্রতিবেদক : ঢাকা ডায়মাইটস এবারের বিপিএলে প্রথম ৪ ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়েছে।
তাদের ২টিতে জয়ের নায়ক মেহেদী মারুফ। টাঙ্গাইলের এই ওপেনার ২টিতেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। খেলেছেন বিস্ফোরক ইনিংস।
১৭০ রান নিয়ে চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন মারুফ। সোমবার কুমিল্লার বিপক্ষে ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৫৩.৮৪।
ব্যাটিং দ্যুতি ছড়ানো মারুফ ম্যাচ শেষে দিলেন চমক জাগানিয়া এক তথ্য। বোলারদের কাঁপন ধরানো এই হার্ডহিটার জানালেন, ব্যাটিংয়ের শুরুতে ভয়ে তার শরীরই কাঁপতে থাকে! সংবাদ সম্মেলনে মারুফ বলেন, ‘আমি খেলার সময় ব্যাটিং খুব সহজ মনে হয়? না, শুরুতে আমার শরীর কাঁপে! দুয়েকটা শট ব্যাটে লাগার পর আর ভয়টা থাকে না। তখন নিজের খেলা খেলতে ব্যস্ত হয়ে পড়তে হয়।’
কুমিল্লার বিপক্ষে নিজের ইনিংস নিয়ে মারুফ বলেন, ‘টার্গেট করে ব্যাটিং করি। টার্গেট করতে হয়। আজকে যেমন রশিদকে টার্গেট করেছিলাম, ওকে উইকেট দিব না (পরবর্তীতে রশিদের বলেই আউট)। বাউন্ডারির দরকার নেই। কিন্তু ওকে উইকেট দিব না!’
ওপেনার কুমার সাঙ্গাকারা আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে নাসির ও মারুফ ৮৪ রানের জুটি গড়েন। মারুফের মতে, ওখানেই বড় সংগ্রহের ভিত পায় ঢাকা। তার ভাষ্য, ‘সাঙ্গাকারা আউট হওয়ায় আমাদের একটা জুটির দরকার ছিল। নাসির ও আমি সেটা করতে পেরেছি। জুটিটা বড় সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজকে নাসিরের ব্যাটিং অনেক ভালো লেগেছে।’
মারুফের রানের চাকা চলছে দ্রুতগতিতে। ঢাকা পর্ব শেষে সেই ধারাবাহিকতা চট্টগ্রামে থাকে কি না, সেটাই দেখার বিষয়। মেহেদীর বিশ্বাস, ‘ধারাবাহিকতা থাকবে।’