ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : রৌদ্রজ্জ্বল সকাল। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরম; দুইয়ে মিলিয়ে শুক্রবার সকাল থেকেই মিরপুরে প্রকৃতির বিরূপ আচরণ। আগের দুদিন সকালে মেঘ কাটিয়ে সূর্যের দেখা মেলেনি। কিন্তু আজ সকালেই সূর্যের দেখা মিলল।

মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের খেলা হবে কি না, এ নিয়ে আপাতত কোনো সংশয় নেই। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সকাল ১০টায় শুরু হয়েছে দুই দলের দ্বিতীয় টেস্টের মহারণ।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শফিউল ইসলামের পরিবর্তে খেলছেন শুভাগত হোম। এর ফলে ঢাকা টেস্টে এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এ ছাড়া রয়েছেন চার স্পিনার।

এ ম্যাচের মধ্য দিয়ে মুশফিকুর রহিম তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্ট খেলছেন। এর আগে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে পঞ্চাশ টেস্ট খেলেছেন হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ দল :

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছে, তা সবারই জানা। পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রেখে খেলানো হচ্ছে স্টিভেন ফিনকে। ১১ বছর পর চট্টগ্রাম টেস্টে ইংলিশ দলে ফের গ্যারেথ ব্যাটিকেও বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে খেলানো হচ্ছে জাফর আনসারিকে।